পৃষ্ঠাসমূহ

Tuesday, April 14, 2015

পাঠক কড়চা

পাঠক সুবিধাঃ

১। পাঠক যে কোন ভাষাভাষী / দেশের হতে পারবে ।

২। পাঠাগার খোলা থাকাকালীন সময়ে পাঠক সংরক্ষিত বই ব্যতিত সকল বই পড়ার সুযোগ পাবে । ( জামানত যোগ্য বই অনুমতি সাপেক্ষে )

৪। পাঠক চাইলে পাঠাগারের সকল সামাজিক কার্যক্রমে উৎসাহের সাথে অংশগ্রহণ করতে পারে ।

৫। পাঠাগারের বিভিন্ন প্রশিক্ষণ মুলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ থাকবে ।

৬। পাঠাগারের বিভিন্ন ক্লাব যেমন- ভাষা ক্লাব, দাবা ক্লাব , বিতর্ক ক্লাবে অংশ গ্রহণের 
সুযোগ ।

. নিবন্ধিত পাঠক প্রতিবারে একটি করে বই নিজের জন্য বরাদ্দ  করতে পারবে ।
ক) প্রতি বই এক সপ্তাহের জন্য বরাদ্দ থাকবে ।
খ) অতিরিক্ত সময়ে বরাদ্দর জন্য বরাদ্দকৃত সময় শেষ হওয়র পূর্বে সময় বর্ধিত করবে।
গ) বরাদ্দকৃত বই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে প্রতি দিনের জন্য নির্দিষ্ট হারে জরিমানা ধরা হবে ।
ঘ)বই বরাদ্দের জন্য চলতি মাস পর্যন্ত মাসিক বেতন/চাঁদা পরিশোধ থাকতে হবে।

৮। একজন নিবন্ধিত পাঠকের  জন্য একটি মাত্র নিবন্ধন নাম্বার থাকবে।

৯। জামানতযোগ্য বই বরাদ্দের জন্য বই মূল্যের অর্ধেক অর্থ পরিশোধ করতে হবে।
ক)জামানতযোগ্য বই ফেরত দেওয়া সাপেক্ষে জামানতের অর্থ ফেরত দেওয়া হবে।

দায়িত্বঃ

১। পাঠাগারে থাকাকালীন সময়ে পাঠাগারের নিরবতা বজায় রাখা।

২। পাঠাগারের বইপত্র যত্নের সাথে ব্যবহার করা।

৩। পাঠাগারের সকল সম্পত্তির রক্ষণাবেক্ষণে নিজ দায়িত্বে অংশগ্রহণ করা ।

৪। সুন্দর পাঠাগার গড়ে তোলার জন্য পাঠক হিসাবে নিজের অবদান রাখা।


 নিবন্ধিত পাঠক হওয়ার শর্তঃ

১। নির্দিষ্ট পরিমান অর্থের বিনিময়ে নিবন্ধিত হতে হবে।

২। এক কপি পাসপোর্ট  এবং এক কপি স্ট্যাম্প সাইজ ছবি। 

২। নিবন্ধিত পাঠকের জন্য মাসিক নির্দিষ্ট চাঁদা নিয়মিত প্রদান করতে হবে ।

৩। দুই বছর অন্তর অন্তর সদস্য মেয়াদ নবায়ন করতে হবে।

৪। পাঠাগার এর নীতিমালার প্রতি অনুগত থাকতে হবে ।








*গঠনতন্ত্র থেকে সংক্ষেপিত  

No comments:

Post a Comment